মার্চ ২১, ২০২৫
Home » অষ্টগ্রামে আসামি গ্রেফতারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
IMG-20250212-WA0008

বিজয় কর রতন,মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। আজ বুধবার বিকালে অষ্টগ্রাম সদরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রাম বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। পলাতক শেখ হাসিনার ধূসরদের দ্রুত গ্রেফতার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সাবেক আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সহ-সভাপতি জাকির হোসেন সফি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক সদস্য সচিব জুবায়ের হাসন ইয়ামিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তফসির, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার বাবু, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ইউনুস আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া, মৎস্যজীবী দলের আহবায়ক মাফুজ আলম খান দানা, সদস্য সচিব তান্না, জাসাস আহবায়ক সাইফুল, জিসাস আহবায়ক রফিক মিয়া ও সদস্য সচিব শহিদ মিয়া প্রমুখ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *