

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর সিদলাই শাহী ঈদগাহ ময়দানে মরহুম আলহাজ্ব মো. নূরুল হক (মানিক সরকার), তার সহধর্মিণী এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনায় এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খাতমে নবুওয়্যাত বাংলাদেশের আমীর মুফতি সাইয়্যেদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আল কুরাইশী। তিনি দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলের সভাপতিত্ব করেন জসিম প্রিন্টিং প্রেস, ঢাকার সাবেক স্বত্বাধিকারী জনাব মো. জসিম উদ্দিন সরকার জিতু। ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা মো. সহিদুল্লাহ ফারুকী, শিদলাই দারুল ইসলাম দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোহাম্মাদ রুহুল আমিন, বাইতুল মামুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আশরাফুল ইসলাম এবং পশ্চিম শিদলাই জিয়া গাজী সরকার বাড়ি বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. রুহুল আমিন।
মাহফিলটি পরিচালনা করেন শিদলাই দারুল ইসলাম দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মো. আবু বকর সিদ্দীক (তারিক)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নাজিম উদ্দিন সরকার। স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী নাজমুল হক সরকার অপু, যুক্তরাষ্ট্র প্রবাসী তুষার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান এবং ইতালি প্রবাসী ফয়সাল সরকার। এছাড়াও ইতালি প্রবাসী লুৎফর সরকারের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং কবরবাসীর মাগফিরাত কামনায় দোয়া ও ইসলাহে নফসের জন্য ওয়াজ শুনেন। এই আয়োজন এলাকাবাসীর মধ্যে আধ্যাত্মিক ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।