

মোঃ সেলিম রেজা,স্টাফ রিপোর্টার
মেহেরপুরের গাংনী উপজেলা হইতে মুজিবনগর ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরে ও বিভিন্ন এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে কথিত সাংবাদিক এর হার। এই সব অবৈধ হলুদ সাংবাদিকদের কারনে দেশের সম্মানিত ব্যাক্তি বর্গগন হারাচ্ছে সম্মান জন সাধারনের কাছে বিভিন্ন সরকারী বে- সরকারী দপ্তরের ও এলাকার সম্মানিত ব্যাক্তি বর্গগন হয়ে উঠেছে অসম্মানের পাত্র। আরো সম্মান খুন্ন হচ্ছে প্রকৃত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেদের।যেমন মেহেরপুরের গাংনী উপজেলাধীন গাঁড়াডোব গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ স্বপন হোসেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন এর দাপ্তরিক কার্যালয় মোনাখালী ইউনিয়ন ভূমি অফিসে এসে চ্যানেল এস এর সাংবাদিক পরিচয় দিয়ে।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেনের একটি আপত্তিকর নগ্ন ভিডিও দেখিয়ে ২০,০০,০০( বিশ লক্ষ) টাকা চাঁদাদাবী করেন কথিত সাংবাদিক মোঃ স্বপন হোসেন। চাঁদার টাকা না দিতে চাইলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে আপত্তি কর সিনেমার দৃশ্য ডাবিং করে সোশাল মিডিয়া ফৈসবুকের মাধ্যমে একটি উদ্দেশ্যে প্রনোদিত সংবাদ প্রকাশ করেন কথিত সাংবাদিক মোঃ স্বপন হোসেন এতে সর্বইস্থানে সম্মান হারায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন। মোঃ জাকির হোসেন মেহেরপুর আর্মি ক্যাম্পে কথিত সাংবাদিক মোঃ স্বপন হোসেন এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে কথিত সাংবাদিক মোঃ স্বপন হোসেন জান্তাতে পারলে তার নিজের ফৈসবুক আইডি থেকে ততখানিক মোঃ জাকির হোসেনের
আপত্তিকর নগ্ন ভিডিও টি ডিলেট করে দেন। আরো যানা যায় যে বিভিন্ন মিডিয়ার পরিচয় দিয়ে গত ১০-০২-২০২৫ ইং তারিখে রাত ১১ঃ০০ ঘটিকার মসয় এক ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে তার নিযের ফেইসবুক আইডিতে মেহেরপুর পুলিশ সুপার জনাবা মাকসুদা আক্তার খানম এর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের শিরনামে লেখা ছিলো মেহেরপুরের পুলিশ সুপার কে ধরিয়ে দিন
আরো যানা যাই যে গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহার কাছে কিছু অসাধু নাম ধারী কথিত সাংবাদিক বিভিন্ন মিডিয়ার সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবী করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা কথিত হলুদ সাংবাদিক দের চাঁদার টাকা দিতে আপত্তি জানাইলে বিভিন্ন সরকারী প্রকল্পের কাজ না করে কোটি টাকা আত্মসাৎ করেছেন ও
আওয়ামী লীগের দোসর বলে ভুয়া মিথ্যা ও বানুয়াট ভিক্তিহীন সংবাদ সোশ্যাল মিডিয়া ফেইসবুকে কথিত হলুদ সাংবাদিক দের উদ্দেশ্য প্রনোদিত কারনে পরিবেশন করেন। এই সব কথিত হলুদ সাংবাদিক দের উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন কারীদের বিষয়ে মেহেরপুর জেলার সম্মানিত বৈধ সাংবাদিক বৃন্দগন। মেহেরপুর জেলা প্রশাসক মহদয়এর নিকট এই সব অবৈধ হলুদ সাংবাদিক দের ব্যাপারে জান্তে চাইলে। সুনাম যোগ্য মমতাময়ী জেলা প্রশাসক মেহেরপুর জনাবা সিফাত মেহনাজ বৈধ সম্মানিত সাংবাদিক বৃন্দগন দের বলেন আমি কিছু কথিত হলুদ সাংবাদিক দের তালিকা
হাতে পেয়েছি সকল প্রকাশক ও সম্পাদক সাহেব দের সাথে কথা বলে এইসব কথিত হলুদ সাংবাদিক দের বিরুদ্ধে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন আপনারা যে সকল বৈধ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের সম্মানিত সকল প্রকাশক ও সম্পাদক সাহেব কে অবগত করেন আপনাদের কে সাংবাদিক নিয়োগ দিয়েছেন সে সকল সম্মানিত সাংবাদিক ভাই ও বোন দের নামের তালিকা আমার দপ্তরে চিঠি করে দিলে বর্তমান পরিস্থিতিতে অবৈধ কথিত ভুয়া সাংবাদিক চিন্ত সনাক্তকরণ করে আইনের আওতায় আন্তে আমার সহজ হবে। একথা বলে সম্মানিত বৈধ সাংবাদিক বৃন্দগন দেরকে আশ্বাস দেন।