

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পুকুরগাছা গ্রামে গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মাহবুবুর রহমান বাঁধন (১৩) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের পুকুরগাছা গ্রামের আব্দুল খালেক মন্ডলের একমাত্র ছেলে রায়কালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান বাঁধন। মাহবুবুর রহমান বাঁধন জেদি প্রকৃতির ছেলে ছিলো। সে বিভিন্ন সময় টাকা পয়সার জন্য বাবা মা’র কাছে জেদ ধরতো। টাকা পয়সা না দিলে ঘরের জিনিস পত্র ভাংচুড় করতো। ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৫টায় মাহবুবুর রহমান বাঁধন তার মা মাবিয়া খাতুনের কাছে ৫শ’ টাকা দাবি করে মায়ের কাছ থেকে টাকা না পেয়ে অভিমান করে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে তার শয়ন ঘরের তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় তার বাবা আব্দুল খালেক মন্ডল বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।