

আব্দুস সালাম,নীলফামারী
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দুই দিনব্যাপী এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরনের আয়োজন করেন ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নীলফামারী বড় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নায়েবে আমির ও নীলফামারী সদর (২) আসনের মনোনীত সংসদ সদস্য ড. মোঃ খাইরুল আনাম। দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের বিভিন্ন স্টোল পরিদর্শন করেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোর্শেদ আলম ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সেক্রেটারি মো. মাজেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী। এদিন সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষদের সারিবদ্ধভাবে চিকিৎসা নিতে দেখা যায়। দুই দিনব্যাপী এই ক্যাম্প চলে বুধবার রাত ৮টা পর্যন্ত। এসময় চিকিৎসা নিতে আসা আনিসুর রহমান (৫০) বলেন, ‘আমি এখানে ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি। এখানে ফ্রি সেবা পাওয়ায় আমি খুব উপকৃত হয়েছি। এছাড়া ডাক্তারদের পরামর্শও বেশ ভালো লেগেছে। ইসলামী ছাত্রশিবির এমন মানবিক উদ্যোগ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও বেশি হলে সাধারণ মানুষ অনেক উপকার পাবে।
রক্ত পরীক্ষা করতে আসা নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী রাইসা আক্তার বলেন, ‘আমি অনেকদিন ধরেই আমার রক্তের গ্রুপ জানার প্রয়োজন অনুভব করছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। ছাত্রশিবিরের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পেরে খুব উপকৃত হলাম। এছাড়া, ডায়াবেটিস চেকসহ অন্যান্য সেবাও পাওয়া যাচ্ছে, যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, ভবিষ্যতেও এমন আয়োজন হোক—এটাই সকলের প্রত্যাশা। চিকিৎসা নিতে আসা মোছা. নাজমা বেগম বলেন, ‘বাহিরে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকার ভিজিট লাগে, ঔষুধ কিনতে হয় অনেক টাকার। ভালো চিকিৎসা নিতে পারছিলাম না। এখানে ফ্রি চিকিৎসা ও ওষুধ পাওয়ায় আমি খুবই খুশি। ডাক্তাররা খুব ভালো করে পরামর্শও দিয়েছেন। এ ধরনের সেবা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার নায়েবে আমির ও নীলফামারী সদর (২) আসনের মনোনীত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ খাইরুল আনাম বলেন, ‘এই ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করবে। ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরনে শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবা ও মানবিক দায়িত্ববোধের চেতনা জাগ্রত করবে। তিনি আরও বলেন, ‘শুধুমাত্র পড়াশোনা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের জন্য কিছু করা কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যখন এই ধরনের উদ্যোগে অংশ নেবে, তখন তারা নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে, এবং ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে। এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং সমাজের প্রতি আরও কার্যকরী ভূমিকা পালন করবে।
নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ইসলামী ছাত্রশিবিরের মানবিক উদ্যোগের একটি অংশ, যা আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্য সেবা প্রদান করা, যাতে তারা চিকিৎসা গ্রহণে কোনো বাধার সম্মুখীন না হন। তিনি আরও বলেন, চিকিৎসা খরচের কারণে অনেকেই সেবা থেকে বঞ্চিত থাকেন, কিন্তু আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ তাদের সাহায্য করতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাব, ইনশাআল্লাহ।