মার্চ ২১, ২০২৫
Home » ভারতের মিজোরাম সীমান্তে জেএসএস র ৩ সদস্যকে গ্রেফতার
image - 2025-02-13T181129.399

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার ঢাকা 

ভারতের মিজোরাম সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলাবারুদসহ জেএসএস’র সক্রিয় ৩ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ দ্যা হিল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মিজোরাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পাচার করে আনার সময় এ তিনজন জেএসএস কর্মীকে গ্রেফতার করেছে মিজোরামের পুলিশ। মিজোরামের বৃহত্তম অস্ত্র পুনরুদ্ধারগুলির মধ্যে একটিতে বুধবার সকালে রাজ্য পুলিশ কর্মকর্তারা লুংলাই জেলার বিশাল অস্ত্র ও বিপুল পরিমাণে গোলাবারুদসহ জেএসএস’র ৩ সক্রিয় কর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মিজোরাম পুলিশ।

লুংলাই বাজারে একটি গোয়েন্দা সংস্থার টিম জেলা বিশেষ শাখার সাথে অংশীদার হয়ে একটি যৌথ অভিযান চালু করা হয়েছিল। দুটি একে -৪৭, পাঁচ এম ৪ কার্বাইন, ২০ ম্যাগাজিন, ৫,১৭৯ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মিজোরাম পুলিশ পক্ষ থেকে একটি স্টেটমেন্ট প্রকাশ করেছে। এখন আরো বড়ধরনে চালান জব্দ করার অপেক্ষায় কয়েকটা টিম ইতোমধ্যে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে বলে এক বিশেষ সূত্রে জানা যায়। এখনও অপারেশন অব্যহত রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *