মার্চ ২৩, ২০২৫
Home » মাদক ও জুয়ারীদের আতঙ্কের আর এক নাম ওসি সাইফুল ইসলাম
1000132298

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

তরুণ প্রজন্মের অগ্রগতির অন্তরায়  মাদক মাদকের ছোবলে, তরুণ যুব সমাজ যেভাবে অপরাধের দিকে ধাবিত হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ। মাদকাসক্তের শঙ্কা বিবেচনায় বাংলাদেশের অবস্থান বিশ্বের সপ্তম। শিশু কিশোর বৃদ্ধা নারী-পুরুষ নিবিশেষে মাদকের ভয়াল থাবার শিকারে পরিণত। আর এই মাদকের ভয়াবহতা উপলব্ধি করে মাদকের বিরুদ্ধে, জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। কাশিমপুর মেট্রো থানায় যোগদান করার পর থেকেই পাল্টে গেছে কাশিমপুর থানার চিত্র। কমছে  সন্ত্রাস জুয়া মাদক ছিনতাই বাল্যবিবাহ, কিশোর গ্যাঙের অপরাধ সহ নানা ধরনের অপরাধ। বেড়েছে সেবার মান, সেই সঙ্গে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্তাও বেরেছে।
বিশেষ করে মাদকের ওপর জিহাদ ঘোষণা করছেন (ওসি) সাইফুল ইসলাম, মাদকের অভিযানের সঙ্গে বেড়েছে মাদকদ্রব্য উদ্ধার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ও মামলার সংখ্যা। অভিযানের কারণে গা ঢাকা দিয়েছে চিহ্নিত মাদককার বারি, অনেকেই  এরই মধ্যে গ্রেফতার হয়েছে, গত তিনদিন আগে আওয়ামী লীগের, যে হুংকার দিয়েছিলেন তার প্রতিহিত করার সিদ্ধান্ত নিয়েছেন,  কাশিমপুর থানার (ওসি) সাইফুল ইসলাম, ডেভিল হান্ট নতুন কৌশলে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছেন( ওসি,) তাতে করে সন্তুষ্ট হয়েছেন কাশিমপুর থানার সর্বস্তরের গণ্যমান্য সাধারণ বাসিন্দা সহ অনেকেই ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *