মার্চ ১৬, ২০২৫
Home » মোংলায় ইউএনও আফিয়া শারমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
IMG_1739375607102 (1)

ফাত্তাইন নাঈম, স্টাফ রিপোর্টার মোংলা

বাগেরহাটের মোংলা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি আওয়ামী লীগের চিহ্নিত পদধারী শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে গোপন মিটিং করেছেন। এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি তার অপসারণের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১টার দিকে ইউএনও আফিয়া শারমিন আওয়ামী লীগের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে একটি গোপন মিটিং করেন। গোপন সূত্রে খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের হাতেনাতে ধরে ফেলে। এরপর ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়, যা প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ঘটনাটি নিয়ে মোংলা থানায় অভিযোগ দিতে গেলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এই ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে, তবে কোন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। ইউএনও আফিয়া শারমিনের পদত্যাগের দাবিতে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে ইউএনও’কে অপসারণ না করা হলে আরও বড় আকারের আন্দোলন গড়ে তোলা হবে।
সূত্রের দাবি অনুযায়ী, ইউএনও আফিয়া শারমিন আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের পুনর্বাসন ও তাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্যই এই গোপন মিটিং করেছিলেন। এ বিষয়ে ইউএনও আফিয়া শারমিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। মোংলা উপজেলায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *