মার্চ ১৫, ২০২৫
Home » যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
IMG-20250213-WA0004

শুভ্র মজুমদার,কালিহাতী টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অংশে বিস্তৃত যমুনা নদীর ওপর নির্মিত নতুন যমুনা রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৮ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ৬০০ যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পার হয়। মাত্র ছয় মিনিটে সেতুটি অতিক্রম করে ট্রেনটি, যার গতিবেগ ছিল প্রায় ৭০ কিলোমিটার। এ ঘটনার মধ্য দিয়ে যমুনা বহুমুখী সেতু (বঙ্গবন্ধু সেতু) দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল।

যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের সেতুটির দুটি লাইনের মধ্যে একটি লাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলাচল করবে। তিনি আরও জানান, ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার অংশেও বিস্তৃত।

প্রথম পর্যায়ে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে যাত্রা করা ট্রেনগুলো ডান পাশের লাইন (সেতুর উত্তর পাশ) ব্যবহার করবে। আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে দুটি লাইনে ট্রেন চলাচল শুরু হবে। যোগাযোগ উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই নতুন রেল সেতু চালু হওয়ায় যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এটি রেল যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *