মার্চ ২৫, ২০২৫
Home » লোহাগাড়ায় ৩ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দণ্ড প্রদান
Screenshot_2025-02-12-21-53-03-156_com.facebook.katana

ওসমান গনি, বিশেষ প্রতিনিধি 

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ (১২ ফেব্রুয়ারী) বুধবার লোহাগাড়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় পরিচালিত উক্ত অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (লোহাগাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে) ফারিস্তা করিম।  উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।
১. মেসার্স নুরুল কবির ম্যানুফ্যাকচারিং (মার্কা-7.B.M) তেওয়ারীখীল, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম।  মালিকঃ মোঃ নুরুল কবির। দণ্ড: ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটাটির চুলার আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ২. মেসার্স মা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (মার্কা- M.A), চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম। মালিকঃ রফিক আহমদ সিকদার দণ্ড: ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটাটির চুলার আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ৩. শাহ মজিদিয়া ব্রিকস (মার্কা-N.B.K), রাজঘাটা, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম। মালিকঃ খোরশেদ আলম দণ্ড: স্কেভেটর দ্বারা ইটভাটাটির চুলা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যগণ, লোহাগাড়া থানার পুলিশ সদস্যগণ লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যগণ ও লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মচারীগণ সার্বিক সহযোগিতা করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *