

মো:আজগর আলী,ফটিকছড়ি,চট্টগ্রাম
চট্টগ্রামের স্বনামধন্য প্রাইভেট ক্লিনিক এণ্ড ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির নাজিরহাট শাখায় ইউনি মেড ইউনি ডার্মার উদ্যোগে ও চট্টগ্রামের বিশিষ্ট চর্ম,এলার্জি,যৌন রোগ বিশেষজ্ঞ আগ্রাবাদ আমেরিকান হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা.কাজী জয়নাল আবেদীনের সভাপতিত্বে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সায়েন্টিফিক সেমিনারে এবারের মুল পতিপাদ্য বিষয় ছিলো Updated Management of Fungal Skin Infection.সাইন্টিফিক সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন গবেষক
লেখক ও প্রোডাক্ট ট্রেইনার UniDerma’র (PMD) জাহিদ কামাল।সায়েন্টফিক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ নাজিরহাট শাখার পরিচালক অধ্যাপক ডা.মো:জসিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরণ নাজিরহাট শাখার ডিরেক্টর মো:মুসা।এছাড়াও সায়েন্টিফিক সেমিনার উপস্থিত ছিলেন ইউনি মেড UniDermaকোম্পানীর এ্যাসিস্ট্যান্ট ম্যানাজার সোহেল রানা ভূঁইয়া,কোম্পানির (আর,এস,এম) মো: মুনিরুল ইসলাম,মেডিকেল প্রমোশন অফিসার মো:শাখাওয়াত হোসেন সহ শেভরণ নাজিরহাট শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।ভিন্নধর্মী এই সায়েন্টিফিক সেমিনারে ফটিকছড়ি উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত স্বনামধন্য পল্লী চিকিৎসকবৃন্দ।