

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যলয়ে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী আ হ ম ওয়ালীউল্লাহ সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন ও পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হুসেন গুলজার। পরে উপজেলা জামায়াতের সেক্রেটারি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের কমিটি ঘোষণা করেন। কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু, সেক্রেটারী আ কাদির লাক্সন,সহ সেক্রেটারী ছাদিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক শাহান উদ্দিন, সমাজ কল্যা ণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ ইসতেখার হুসেন, সংস্কৃতি সম্পাদক হোসাইন খান।পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ ও জাতি গঠনে যুব সমাজ কে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।