

বিশেষ প্রতিবেদক
ষড়যন্ত্রমুলক মামলায় জামিন পেলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আটুলিয়ার জনপ্রিয় বিএনপি নেতা আজিজুর রহমান। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী আমলি আদালত ঝিকরগাছা যশোরের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জামিন মঞ্জুর করেন। বুধবার দিবাগত রাত ২ টার সময় বাড়ি থেকে তাকে মাদক কারবারিদের সহায়তায় তুলে নিয়ে যায় এস আই পলাশ মন্ডল। পরে সকালে ঝিকরগাছা থানা থেকে তাদেরকে আদালতে চালান দেওয়া হয়।
তিনি মৃত মোকছেদ আলীর ছেলে। ঝিকরগাছা থানার মামলা নম্বর ০৯ তারিখ ১১/০২/২০২৫, জি আর নং ২৪/২৫। বাদি একই গ্রামের আব্দুর রহমান নুনুর ছেলে চিন্নিত মাদক কারবারি আওয়ামীলীগ ক্যাডার চাঁদাবাজ কামারুল। কউছার আলীর দুই ছেলে আসাফুল ও মিলন কে একই গ্রামের চিন্নিত সন্ত্রাসী জসিম ও তার সহযোগীরা হত্যার চেষ্টা চালায় তিনদিন আগে। কউছার আলীর স্ত্রী খোদেজা অভিযুক্তদের নামে মামলাও করেছেন। কিন্ত পুলিশ ঐ আসামী না ধরে মাদক কারবারি আনারুল কামারুল ও সন্ত্রাসী মাদকাশক্ত জসিমের কিড়নক হয়ে কাজ করছে। এটাই গ্রামবাসী কে ভাবিয়ে তুলেছে।
একই মামলায় জামিন প্রাপ্ত অন্য আসামিরা হলেন রুহুলের ছেলে রুহু, আদমের ছেলে ইছাহক, কাসেম আলীর ছেলে সাইফুল ইসলাম। এরা সকলেই নিবেদিত প্রাণ বিএনপি কর্মী গ্রামবাসি বলে নঘটনা স্থলে বিএনপি নেতা আজিজ ছিলেন না। অন্য যাদের আসামী করা হয়েছে তারাও কেউ ঘটনাস্থলে ছিলেননা। ভুক্তভুগি পরিবারের সদস্যরা বলেছেন এই মামলা মিথ্যা, হয়রানি ও উদ্দেশ্যমুলক। এলাকার বিএনপির ঘর ভাঙতে আওয়ামীলীগের দোসররা এই মামলা করেছে