

অপারেশন ডেভিল হান্টে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ১ জন গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) মো. রফিকুল হাসান, পুলিশ জানিয়েছে, সরাইলে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে।অভিযানে সরাইলে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে হলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,হাজী মো. ছামিনুর রহমান, সদর ইউনিয়ন চাঁনমনি পাড়া গ্রামের মৃত আবুল ফয়েজ মুন্সীর ছেলে। সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) মো. রফিকুল হাসান, জানান, অস্থিতিশীলতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ দিন-রাত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে জানান তিনি।