

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মনবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার (১৭)কে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গতকাল রাতে ব্রাহ্মনবাড়িয়া থেকে তাকে আটক করা হয়। দিজা আক্তার কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রামের মনির হোসেনের মেয়ে। তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হ য়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তদন্ত করছে।
পুলিশ জানায়, খাদিজা আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অনৈতিক ও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং প্রয়ো জনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানের প্রশংসা করলেও কিছু মানুষ অভিযো গের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গ্রেফতারকৃত খাদিজা আক্তারকে ব্রাহ্মনবাড়িয়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তাকে দ্রুত আদালতে উপস্থাপন করা হবে এবং আই নানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের আওতায় আরও কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।