মার্চ ২৫, ২০২৫
Home » অপারেশন ডেভিল হান্টে ভান্নারা বাজার থেকে আটক ১
1000138302

মোঃ মাহবুবুর রহামন সোহেল,স্টাফ রিপোর্টার

অপারেশন ডেভিল হান্টে ভান্নারা বাজার থেকে শনিবার রাত্রি অনুমান ৯:০০ ঘটিকায় ১ জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন,  মৌচাক ফাড়ীর অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম
আরও জানিয়েছেন,মৌচাক ভান্নারা বাজার থেকে গতকাল রাত আনুমানিক ৯.০০ টার দিকে  আওয়ামী লীগেরর এক নেতাকর্মীকে আটক করা হয়েছে । এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় গাজীপুর জেলার  পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মৌচাক ভান্নারা বাজার থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে হলেন সাবেক কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি।   মোঃ আনোয়ার হোসেন আনু(৪৯) পিতা-মৃত নায়েব আলী, সাং ভান্নারা পশ্চিমপাড়া,থানা কালিয়িকৈর,জেলা গাজীপুর। সে ভান্নারা অটোস্ট্যান্ডে চাঁদা তুলতো । মৌচাক ফাড়ীর অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, জানান, অস্থিতিশীলতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ দিন-রাত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে জানান তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *