মার্চ ১৬, ২০২৫
Home » আলফাডাঙ্গায় কুকুর জবাই করে মাংস বিক্রি অভিযোগ 
9999

মোঃ ইমরান মিয়া, ফরিদপুর 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বুড়াইচ ইউনিয়নে হেলেঞ্চা গ্রামে সুজন(২৩) নামে এক যুবকের বিরুদ্ধে কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে।হেলেঞ্চা গ্রামে পূর্বপাড়া আবু বক্কর শে খের ছেলে সুজন শেখ। গত ৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টার দিকে হেলেঞ্চা বাজারে পাশে ঘাষ ক্ষেতে বসে কুকুরের মাংস কাটতে দেখতে পায়। সরজমিন গিয়ে জানা যায়, সুজন এর আগেও কুকু র জবাই করে অন্য এলাকায় মাংস বিক্রি করেছে।সে একজন মাদকাসক্ত ও মাদক বিক্রিতা,বিগত সরকারের আমলে পুলিশের সোর্স হয়ে বহু নিরীহ যুবক ছেলেদের পকেটে মাদক ঢুকিয়ে মিথ্যা অপ বাদ দিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে পুলিশের সাথে এবং মোবাইল,টিউবওয়েলের মাথা,ছাগল, বাড়িঘরে আসবাবপত্র চুরির সঙ্গে জড়িত ছিল এমন অভিযোগ তুলছে সর্বসাধারণ।
বাজারের পোল্ট্রি ব্যবসায়ী লাভলু মিয়া বলেন,মুরগির নাড়ি ভূড়ি নিয়মিত কয়েকটি কুকুরকে খেতে দেই কিন্তু কয়েকদিন হলো এদের মধ্যে একটি কুকুরকে দেখতে পাইনা।ধারণা করা হচ্ছে হয়তো আগেও ঐ কুকুরটি জবাই করছে। এ প্রসঙ্গে সুজন শেখের বক্তব্য নিতে বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি এবং প্রতিবেশীরা তার ভয়ে মূখ খুলতে রাজি হয়নি। স্হানীয় মেম্বর আবুল বাসার বলে ন,ঘটনাটি সত্য, আমি মাঠে গেলে শব্দ শুনতে পাই,খোঁজ করে দূর থেকে দেখতে পাই সুজন ধারালো ছুরি দিয়ে মাংস কাটছে।ও মাদকাসক্ত হওয়ার হাফিজুর গাজিকে ফোন করে আসতে বলি,এর মাঝে ও পালিয়ে যায়।সেখানে গিয়ে কুকুরের মাংস, মাথা,পা দেখতে পাই।পরে তার স্ত্রীকে খবর দিয়ে নারী ভূড়ি সরাতে বলি। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মুঠোফোনে বলেন,শুনেছি তবে বাজারে বসলেই এ নিয়ে আলোচনা হচ্ছে।ও গাঁজা গুজো খায়,বাড়ির কাউকে মানে না, কথাও শুনে না।পুলিশ ওকে একবার ধরে ছিল।আমাদের সামনে আসে না আর দেখতেই তো মাদকাসক্ত লাগে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *