

নজরুল ইসলাম নিরব, স্টাফ রিপোর্টার
বগাবাড়ী বাজার রোড মনছুর আলী সুপার মার্কেট এ চা ও দুধ ব্যাবসায়ী ও মৎস্যজীবী দল ধামসোনা ইউনিয়ন এর সিঃ সহ সভাপতি মোঃ ফরহাদ হোসেন মীর প্রতি দিনের ন্যায় ধামরাই থেকে দুধ কিনার জন্য বগাবাড়ী বাজার থেকে ভোর ৫ টা ৩০ মিনিটে ভ্যান নিয়ে রওনা হয়। ৫ টা ৪৫ মিনিটের ক্যান্টম্যান্ট বোড স্কুলে ২০ গজ পরে মোটরসাইকেল তিন জন্য হেলমেট পরা ভ্যান এর সামনে এসে ছুরি বের করে আট হাজার টাকা ও মোবাইল টা নিয়ে চলে যায়। পরে ভ্যান নিয়ে বগাবাড়ী চলে আসি। ফরহাদ মীর বলে আমাদের মতো খুদে ব্যাবসায়ী দের কোন নিরাপত্তা নাই । আমার অনেক কষ্টের টাকা নিয়ে গেলো আমরা কার কাছে যাবো কাকে দুঃখ কষ্টের কথা বলবো তবে আমার মতো আর কোন গরীব মানুষের যেন এই রকম না হয় এটাই আমার চাওয়া।