মার্চ ২৫, ২০২৫
Home » আশুলিয়া  দুধ ও চা বিক্রিতা    ছিন্তায় দের কবলে
IMG-20250214-WA0001 (2)

নজরুল ইসলাম নিরব, স্টাফ রিপোর্টার 

বগাবাড়ী বাজার রোড মনছুর আলী সুপার মার্কেট এ  চা ও দুধ ব্যাবসায়ী ও মৎস্যজীবী দল ধামসোনা ইউনিয়ন এর সিঃ সহ সভাপতি মোঃ ফরহাদ হোসেন মীর  প্রতি দিনের ন্যায় ধামরাই থেকে দুধ কিনার জন্য বগাবাড়ী বাজার থেকে ভোর ৫ টা ৩০ মিনিটে ভ্যান নিয়ে রওনা হয়। ৫ টা ৪৫ মিনিটের ক্যান্টম্যান্ট বোড স্কুলে ২০ গজ পরে মোটরসাইকেল তিন জন্য হেলমেট পরা ভ্যান এর সামনে এসে ছুরি বের করে আট হাজার টাকা ও মোবাইল টা নিয়ে চলে যায়। পরে ভ্যান নিয়ে বগাবাড়ী চলে আসি। ফরহাদ মীর বলে আমাদের মতো  খুদে ব্যাবসায়ী দের কোন নিরাপত্তা নাই । আমার অনেক কষ্টের টাকা নিয়ে গেলো আমরা কার কাছে যাবো কাকে দুঃখ কষ্টের কথা বলবো তবে আমার মতো আর কোন গরীব মানুষের যেন এই রকম না হয় এটাই আমার চাওয়া।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *