

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫: গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার খিলগাঁওস্থ কে এফ সি রেস্টুরেন্টে আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার (IFATC) এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়ে তাদের সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির, যিনি আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, **”প্রাথমিক চিকিৎসা জ্ঞান একটি মহৎ দক্ষতা, যা মানুষের জীবন বাঁচাতে পারে। আপনাদের এই প্রশিক্ষণ সমাজের প্রতি একটি বড় অবদান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন (মুন্না), শেখ মোঃ শহিদুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ সাহেদুজ্জামান (চৌধুরী), বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার ও গ্রাম ডাক্তার মোহাম্মদ জাফর আহাম্মদ। তারা প্রশিক্ষণার্থীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই জ্ঞান সমাজের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান।
প্রশিক্ষণার্থী মোঃ মশিউর রহমান তার অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার (IFATC) রামপুরা-ঢাকার পরিচালক আমিনুল ইসলাম (বুলবুল)। তার দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষ অংশে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং এক আনন্দঘন পরিবেশে সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রশিক্ষণার্থীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করা হয়।