মার্চ ২১, ২০২৫
Home » ‘নয় মাসে দেশ স্বাধীন হয়েছে, নির্বাচন কেন নয় মাসে নয়
received_480864538438066 (1)

আলহাজ্ব নুরুল ইসলাম মনি,পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি

নয় মাসে দেশ স্বাধীন হয়েছে, নির্বাচন কেন নয় মাসে দিতে পারবেনা –সরকারের উদ্দেশ্যে এমন প্রশ্ন রেখেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি গতকাল রোববার বিকেলে পাথরঘাটা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। ওই মতবিনিময় সময় তিনি আরও বলেন সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ কিন্তু এখন দেশের সংসদ নেই তাই সাংবাদিকরা এখন দেশের এক নম্বর স্তম্ভ। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি আরো বলেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ গিলে খাওয়ার জন্য আর এখন সাংবাদিকদের দায়িত্ব দেশকে রক্ষা করার। আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলে সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জামাল, পাথর ঘাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক, পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন রশিদ হাওলাদার, সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী ও মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা পৌর বিএনপি’র সদস্য সচিব ইসমাইল সিকদার, যুগ্ন আহবায়ক কাজী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক হায়দার আলী খান, মাসুম বিল্লাহ, পাথরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন রানা, পাথরঘাটা পৌর যুবদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, পাথরটা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম জামাল, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কেএম হাসিবুল্লাহ, পাথরঘাটা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইঞ্জিনিয়র খাইরুল ইসলাম শরীফ প্রমুখ।
পাথরঘাটা, বরগুনা
১৫. ০২. ২০২৫

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *