মার্চ ১৬, ২০২৫
Home » নাথেরপেটুয়ায় মডার্ণ হসপিটালের শুভ উদ্বোধন
480356463_10236997679468025_753911041030025982_n

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

উন্নত মানের চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ার প্রাণকেন্দ্রে “নাথেরপেটুয়া মডার্ণ হসপিটাল” এর শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল (তারিখ উল্লেখ করুন) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন (প্রধান অতিথির নাম উল্লেখ করুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিশেষ অতিথিদের নাম উল্লেখ করুন)।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “নাথেরপেটুয়া মডার্ণ হসপিটাল” এ এলাকার মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। বিশেষ করে জরুরি চিকিৎসা সেবার জন্য এটি গুরুত্বপূ র্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (ব্যবস্থাপনা পরিচালকের নাম উল্লেখ করুন) বলেন, “আমাদের লক্ষ্য এলাকার জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া। উন্নত মানের চিকিৎসা সেবার নিশ্চয়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের উন্নত চিকিৎসার পাশাপাশি আধুনিক ল্যাব, ফার্মেসি, ইমারজেন্সি সেবা, ওটি সুবিধা থাকবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা হাসপাতালটির উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে এবং চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *