মার্চ ১৬, ২০২৫
Home » পাইকগাছায় ছাত্র জনতার আন্দোলন ও দাবীর কারনে অবশেষে নৌকার চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগ করলেন
FB_IMG_1739703798279

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা খুলনা

পাইকগাছায় ছাত্র জনতার আন্দোলন ও দাবীর কারনে অবশেষে নৌকার চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগ করলেন। গতকাল পাইকগাছা সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের অব্যহত আন্দোলনের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেতে বাধ্য হয়েছেন রাড়ুলী ইউনিয়নের ০৬ বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক অধ্যাক্ষ, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীগীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের আহবানে ইউনিয়নের বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের খবরটি বিভিন্ন মিডিয়ায় ব্যপক প্রচার হয়। মানববন্ধন থেকে ঘোষনা করা হয় গতকাল (১৬ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদে মানববন্ধন অনুষ্ঠান হবে। গতকাল রবিবার সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে উপায়ন্ত না পেয়ে চেয়ারম্যান আবুল কালাম পদত্যাগের সিদ্ধান্ত নেন। এসময় তিনি বার্ধক্য ও অসুস্থতার কারন দেখিয়ে জেলা প্রশাসক বরাবর পদত্যাগ পত্রটি পাঠান।
পদত্যাগের বিষয়টি জানাজানি হলে আন্দোলকারীদের মধ্য আনন্দের বন্যা বয়ে যায়। আনন্দ মিছিল করে মিষ্টি বিতরন করেন। উল্লেখ্য যে গতকাল দৈনিক রানার পত্রিকায় পাইকগাছায় উইপি চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ শিরনামে খবর প্রকাশিত হয়। চেয়ারম্যানের পদত্যাগের বিষয় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ পত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি পাঠাবো।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *