মার্চ ২১, ২০২৫
Home » বাবার মৃত্যুর পর স্মৃতিশক্তি ঠিক থাকলেও পারছে না কথা বলতে
1000019189

লামা উপজেলার অন্তর্গত ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সম্ভাব্য ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা আবু তাহের ভাইয়ের বাবার মৃত্যুর পর থেকেই ঘটতেই আছে তার শারীরিক অবনতি। দিন দিন বাড়ছে নানান সমস্যা। আজকের দিনে ১৬.০২.২০২৫ইং তাহের ভাইয়ের বাসায় গেলাম পারিনি মন খুলে কোন কথা বলতে।বাবার মৃত্যুর পর থেকেই voice off হয়ে গেছে। হুশ জ্ঞান ঠিক থাকলেও পারছেনা কথা বলতে। মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করছে কলম আর খাতা। কোন প্রশ্ন করলে উঃ দেয় খাতায় লিখে।

শারীরিক বিষয়ে আমি নিজে গিয়ে প্রশ্ন করলে। খাতায় লিখে উঃ দেয় আমাকে। কথা বলতে পারি না, হাঁটতে পারি না ,তাই তোমার খবর নিতে পারি নায়। ভাইয়ের লেখা গুলো দেখে চোখ পানি চলে এসেছে কারণ যেই কোন বিপদ আপদে পেয়েছি আমি তাহের ভাইকে নিজ দায়িত্বে খবর নিতো আমার। ঠিক আমার আপন বড় ভাইয়ের মতো ছিল। পলিটিক্স নিয়ে সবচেয়ে অনুপ্রেরণা দিয়ে পরমর্শ দিতো। বলতো ভালো কিছু করো ।আজ সেই ভাইয়ের সাথে দেখা হয়ছে কিন্তু ঠিক আগের মতো আর কথা বলতে পারি নি। প্রয়োজনীয় প্রশ্ন ছাড়া আর কিছু জিজ্ঞাসা ও করিনি সত্যি বলতে অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম নিজের অশ্রু ধরে রাখতে পারি নি তাও নিজেকে কন্ট্রোল করেছি।লিখেছেন দোয়া করো আলা উদ্দিন আর সবাই কে আমার জন্যে দোয়া করতে বলিও‌।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *