মার্চ ২১, ২০২৫
Home » বোয়ালমারীতে ডেভিল হান্ট অভিযানে  ছাত্রলীগ নেতা গ্রেফতার 
1000054755

মোঃ ইমরান মিয়া,ফরিদপুর 

ফরিদপুরের বোয়ালমারী  উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সাবেক আহবায়ক  শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন। আলফাডাঙ্গা উপজেলা পাচুড়িয়া ইউনিয়ন চরনারানদিয়া গ্রমেে জেলা আওয়ামী লীগের সদস্য  ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদ।
থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার গুনবহা বাজার থেকে ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।  তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে রোববার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *