

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত)এর এক বিশেষ সভা আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়নের স্টিয়ারিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা, মহাসচিব গোলাম মোস্তফা জয়, ইউনিয়নের সদস্য সচিব এস এম ফজলুল করিম লিটন, ইউনিয়নের সম্মানিত সদস্য রুস্তম আলী সরকার, লোকমান ফারুক, রায়হান শরীফ, এ সাত্তার মানিক, নুরে আলম নূর, মোস্তাফিজার রহমান বাবলু, মোশারফ হোসেন, অঞ্জন সরকার, বেলায়েত হোসেন বাবু, আব্দুল মাবুদ, মিজানুর রহমান মিজান, ওমর ফারুক, সৈয়দা কনক শিল্পী আক্তার, গোলাম মোস্তফা, শহিদুল ইসলাম, এম এ বারী, আসাদুজ্জামান রিপন, আহসান হাবীব মিলন, মেহেবুব পারভেজ সুমন, তানভীর সোহেল, আলাউদ্দিন কবির, তাহমিদ আনোয়ার, দিগন্ত, মুস্তাকিম আলম নয়ন, নুর ইসলাম নোবেল,সোয়াইব হোসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম জোরদার করণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় একটি মিডিয়া সেল গঠনসহ ২১ ( বৃহস্পতিবার) ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়াও ইউনিয়নের সদস্য মিজানুর রহমান মিজানকে আহবায়ক ও মোঃ আব্দুল মাবুদ কে সদস্য সচিব মনোনীত করে একটি মিডিয়া সেল গঠন করা হয়।