মো:আব্দুল্লাহ ইসলাম সুমন, বিশেষ প্রতিনিধি
জাতীয় প্রমিক লীগ লামা উপজেলা শাখার সহ-সভাপতি মো. দিদার মাঝি ও জাবের মাঝি গংদর বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টা, হয়রানি ও হুমকির প্রতিবাদ সহ প্রতিকার চেয়ে সংবাদ সমোলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার বিকেলে লামা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী জামিলা বেগমের মেয়ে জেসমিন আক্তার। এ সময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্য নাছিমা বেগম, পারভীন আক্তার ও পারুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী জমিলা বেগম লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মৃত আমির হোসেনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমির হোসেনের নামে উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজায় ৩৭৫নং হোল্ডিং এর আন্দর ৭৯ একর ১ম শ্রেণীর জায়গা এবং একই মৌজায় ৩৬১নং হোল্ডিং এর আন্দর ০.৪০ একর ১ম শ্রেণীর জমি তৌজিযুক্ত আছে। ক্রয়সূত্রে মালিক হয়ে ৪০ বছরের অধিক কাল
ধরে এ জমি দখলে স্ত্রীত আছেন তারা। আশেপাশের অধিবাসীদের চলাচলের কথা চিন্তা করে তারা চলাচলের জন্য কিছু জমিও প্রদান করেন। এ জমির উপর দিয়ে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। সাম্প্রতিক সময়ে জাতীয় শ্রমিক লীগ নেতা মো. দিদার মাঝি, জাবের মাঝি ও মো. সাহেদ মাঝিরা সংঘবদ্ধ হয়ে আরও জমি জবর দখলের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছেন। কোন ধরণের যোগাযোগ ছাড়া এবং অনাপত্তি গ্রহণ না করে দিদার মাঝিরা পৌরসভার সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী জুলকার নাইম মানিকের সহযোগিতায় ভুক্তভোগীদের জমির উপর অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মান করার চেষ্টা করে যাচ্ছেন। বাঁধা দিলে দিদার মাঝিরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় ও পরামর্শে থানা থেকে পুলিশ নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি প্রদান করেন। ছেলে-মেয়েদের কে বিভিন্ন ভাবে উত্যক্তও করছেন।
পথে-ঘাটে পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্নও করে কথা-বার্তা বলছেন। সংঘবদ্ধ এ চক্রটি চাচ্ছেন কোন ইস্যু সৃষ্টি করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনোর। এমন কার্যক্রম যাতে ঘটনাতে না পারে, সেজন্য প্রশাসনের কাছে কার্যকরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জমির মারিক জামিলা বেগমরা। তবে সব অভিযোগ অস্বীকার করে দিদার মাঝিরা বলেন, জামিলা বেগমের জমি জবর দখল চেষ্টা করছি না। ইতিমধ্যে পৌরসভা কার্যালয় থেকে চলাচলের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। তাই রাজা নির্মাণ কাজে জামিলা বেগমের কিছু জমি নিতে হচ্ছে। এতে এলাকাবাসী উপকৃত হবেন