

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ২৮তম বার্ষিক সাধারণ সভা “ সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (১৫ ফেব্রয়া রী) দুপুরে উপজেলা কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম রাসেল।
উত্তরণ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারী মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: চেয়ারম্যান মো: ছালেহ আহাম্মদ, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমুখ। উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যয় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়। বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী, সমিতির সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে লটারির মাধ্যমে ১০১ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।