

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
ক্রয়েটিভ জব কেয়ার, শেরপুর এর আয়োজনে শনিবার (১৫ ফেব্রয়ারী) বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুরে সাটলিপি ও কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর ক্যারিয়া র গঠন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তরুণ উদ্যোক্তা-সংগঠক এডভোকেট সাব্বির হাসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শামছুল হুদা চৌধুরী ও জেলা আইন জীবী সমিতির সদস্য সচিব এডভোকেট এ এইচ এম নূরে আলম হীরা। ক্রিয়েটিভ জব কেয়ার এর পরিচালক রাশেদুল হাসান দেওয়ানের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন লেখক মোস্তা ফিজুর রহমান মোস্তাক। আলোচক ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো: লিখন মিয়া ও উদ্যোক্তা রায়হান দেওয়ান। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক-সমাজসেবক আক্তার হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাঈম প্রমুখ। সেমিনারের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে
নেওয়া হয় । সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী-অভিভাবক ও নাগরিক অংশ নেন।