

শেখ শহিদুল ইসলাম মিঠু, ব্যূরো প্রধান খুলনা
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের একটি ফার্সকূত স্ক্রিনশটর কথপোকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য, নাজমুল বলেন, কৌশলে কাজ সাড়তে হবে, শুরুতেই শিক্ষকদের সঙ্গে মিশে যেতে হবে, কেউ টের পাবে না মিডিয়া যেন বুঝতে না পারে, পুলিশ সাউন্ড গ্রেনেড ছাড়লেই কাজ সেরে ফেলবে, মেশিন ব্যাগে রাখবে হাতে থাকবে পতাকা কমপক্ষে দুইজন ফেলতে হবে, অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে, আমি আগেই যাব, আর শোন মহিলা মানুষ মারবি, মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে, ভয় করবি না, তোর সাথে দুই হাজার নেতা কর্মী থাকবে লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে