জুন ১৪, ২০২৫
Home » হামলা-ভাঙচুর কুপিয়ে হত্যার চেষ্টায়  শংকরপুরে উত্তেজনা
Screenshot_2025-02-16-18-38-21-559_com.android.chrome~2

বিশেষ প্রতিবেদক

যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদে জিলাপি বিতরণের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর জের ধরে কুপিয়ে হত্যা চেষ্টা হয়েছে। এখন ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় একটি সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছে। ঐ চক্রের সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।

এ সময়  ঠেকাতে আসলে তার বৃদ্ধ পিতা আব্দুস সাত্তার ৭০ কে পিটিয়ে জখম করেছে ওই সন্ত্রাসীরা। স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাসপাতাল ও থানা চত্বরে জড়ো হয়ে ঘটনায় জড়িত সন্ত্রাসী অনি ও আকা শসহ ওই চক্রের লোকজনকে আটক দাবি করে। ঘটনার পর শংকরপুর বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র জানয় , ১৪ ফেব্রুয়ারি জুম্মার নামাজের পর শংকরপুর বটতলা মসজিদে জিলাপির বিতরণ চলছিল। এসময় এলাকার মৃদুল নামে এক কিশোর জিলাপি নিতে গেলে তাকে বাধা দেয় শংকরপুর টার্মিনাল এলাকার অনি, আকাশ সিন্ডিকেটের কয়েকজন। এসময় মৃদুলের বাবা স্থানীয় সানোয়ার হোসেন ৪৫ জিলাপি বিতরনে হট্টগোল সৃষ্টিকারী অনি ও আকাশ চক্রের কয়েকজনকে চড় থাপ্পড় দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। তারা বাড়ি ফিরে ঘটনায় রং চং মাখিয়ে অসিত ও আকাশকে জানায়। ওইদিনই টার্মিনাল এলাকার আলতু ছেলে ভুল আলোচিত ঐ অনি এবং খালেকের ছেলে আলোচিত আকাশ দলবল নিয়ে বটতলা মসজিদে এলাকায় চড়াও হয় এবং দেশীয় অস্ত্র মহড়া দিয়ে সানোয়ারকে খুঁজতে থাকে।

স্থানীয় মুরুব্বিরা তাদেরকে সে সময় বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরে মীমাংসা করে দেয়ার কথাও বলেন তারা। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনি আকাশসহ কয়েকজনকে নিয়ে স্থানীয় মুরুব্বি মসজিদের সভাপতি সরাফত মিয়া বসেন। কিন্তু বসাবসি না মেনে উঠে যায় অনি ও আকাশ পক্ষের জালাল, আলম, রিয়াদ। স্থানীয় শংকরপুরের বাবু নামে এক যুবক সালিশে না আসলে তারা মানবে না বলে উঠে যায়। এরপর রাত সাড়ে নটার দিকে অনি ও আকাশের নেতৃত্বে এলাকার রিয়াদ ফাহিম মাহফুজসহ অজ্ঞত আরো পাঁচ সাত জন চড়াও হয় বটতলা মসজিদ এলাকার সানোয়ারের বাড়িতে। বাড়ি ভাঙচুর করা সহ সানোয়ারকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। ঠকাতে আসলে সানোয়ারের বাবা বৃদ্ধ আব্দুস সাত্তারকে গুরুতর জখন করে পিটিয়ে।

গুরুতর জখম অবস্থায় রাত দশটার দিকে সানোয়ারকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার রাতে সানোয়ারের বাবা বৃদ্ধ আব্দুস সাত্তার যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। রাত সাড়ে ১১টার দিকে থানার একটি টিম যশোর জেনারেল হাসপাতালে গিয়ে জখম সানোয়ারের সাথে কথা বলেন। একই সাথে স্থানীয় জনতার সাথেও কথা বলেন পুলিশের এই টিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এজাহার দেয়া হয়েছে। ঘটনার ব্যাপারে থানার ডিউটি অফিসার জানিয়েছেন শংকরপুরের হামলা হত্যা চেষ্টা ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *