মার্চ ১৬, ২০২৫
Home » ১০ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা টিপু
image - 2025-02-16T175320.809

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

দীর্ঘ এক যুগের নির্বাসন শেষে দেশে ফিরেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু। ছাত্র-জনতার গণঅভ্যু ত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর, শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকদের বিশাল সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করা হয়। ফুলেল শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবর্ধনা অনুষ্ঠানে আনোয়ার হোসেন টিপু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমার আগমনকে কেন্দ্র করে এমন কিছু করবেন না যাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। দেশে থাকা অবস্থায় ২০০৮ সাল থেকে জনগণের ভোটাধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করেছি। সেই আন্দোলন থেকে দূরে রাখতে আওয়ামী প্রশাসন আমার বিরুদ্ধে ২৮টি মিথ্যা মামলা দিয়েছিল। তিনি আরও বলেন, “গত ১৬ বছরে আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। অনেককে হত্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। তবে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে গত বছর আগস্টে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আমরা নিরাপদ ও মুক্ত।

নিজের নির্বাসিত জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, “বিদেশে থাকলেও শেখ হাসিনার আক্রোশ থেকে আমি রেহাই পাইনি। গত ১০ বছরে একাধিকবার আওয়ামী সন্ত্রাসীরা আমার গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে, লুটপাট করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার বাসায় একাধিকবার অভিযান চালিয়ে আমাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। বাসায় না পেয়ে তারা লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। আমার পরিবারের সদস্যদের উপরও নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। তার দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *