মার্চ ২১, ২০২৫
Home » দুমকীতে বিসিডিএস’র দুই বছরের কমিটিতে ১৬ বছর ক্ষমতায়
IMG-20250216-WA0014

‎মোঃ সজিব সরদার ‎ক্রাইম রিপোর্টার 

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির(বিসিডিএস) পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদে দুই বছরের জন্য নির্বাচিত হয়ে নামে মাত্র পকেট কমিটি দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ১৬ বছর এমন অভিযোগ রয়েছে সাধারণ সদস্যদের। সাধারণ সদস্যদের দাবি, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতির পদ ধরে রেখেছেন সরকারি জনতা কলেজের কৃষি বিষয়ের ডেমোনেস্ট্রেটর আব্দুল হালিম খান ও উপজেলার থানা ব্রীজ এলাকায় ওষুধ ব্যবসায়ী মেসার্স নেয়ামত ফার্মা’র সত্ত্বাধিকারী মীর জাকির হোসেন। মাসিক চাঁদা, বাৎসরিক পিকনিকে কোম্পানির ডোনেশনের টাকা, সাধারণ সদস্যের কাছ থেকে উত্তোলনকৃত টাকাসহ আয়-ব্যয়ের কোন হিসাব দেন না তারা। এমনকি ড্রাগ লাইসেন্স করিয়ে দেয়ার নামে টাকা নিয়ে ঘুরিয়ে থাকেন।

‎‎উপজেলার মুন্সীর বাজারের নাবিলা ফার্মেসির সত্ত্বাধিকারী সুলতান মুন্সি জানান, কমিটি ধরে রাখতে তাদের(সভাপতি ও সাধারণ সম্পাদক) টালবাহানার শেষ নেই। আসলে মিটিং হলেই সাধারণ সদস্যরা তাদের কাছে বিভিন্ন হিসাব নিকাশ চাইবে এই ভয়ে চতুর এই কমিটি নানান অজুহাতে মিটিং দেয় না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হালিম খান জানান, কলেজ সরকারিকরণ হওয়ার পর ড্রাগ লাইসেন্স নবায়ন করেন নি তিনি। আর পীযুষের টাকা গত ১ বছর আগেই ফেরত দেয়া হয়েছে। আয়-ব্যায়ের সকল হিসাবই রেজুলেশন আকারে আছে তার কাছে। মিটিং হলেই তিনি তা উপস্থাপন করবেন। ‎এ বিষয়ে বিসিডিএস’র পটুয়াখালী জেলা শাখার সভাপতি  আজাদ ফার্মেসীর প্রোপ্রাইটর আলহাজ্ব ইসতিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত বলেন, সকল অভিযোগই আমাদের কানে আসছে। তিনি যেহেতু সরকারি চাকরি করেন তাহলে আগামী কমিটিতে থাকতে পারবেন না। এই রোজার মাসের মধ্যেই একটি নুতন কমিটি দেওয়া হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *