মার্চ ১৫, ২০২৫
Home » পবিপ্রবিতে ১৭ বছর পরে ছাত্রদলের কর্মী সম্মেলন
IMG-20250217-WA0005(1) (1)

‎মোঃ সজিব সরদার, ‎ক্রাইম রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘ ১৭ বছর পরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৬ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে পবিত্র আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলনের অনুষ্ঠান শুরু করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহসভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু।

‎‎প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রদল গনতন্ত্র বিশ্বাস করে এবং সবার মতামতের প্রাধান্য দেয়। দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন এসেছে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে গিয়ে কর্মীসভা সভা করছে। বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য  ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।

‎বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আজকের এই কর্মীসভার বিশাল উপস্থিতিই বলে দেয় ছাত্রদল সাধারণ ছাত্রদের আস্থার সংগঠন হয়ে উঠতে পেরেছে। শিক্ষামূলক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করবে। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মীসভায় নেতাকর্মীদের উপস্থিতি দেখে সত্যিই আনন্দিত। এই ইউনিটে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। কর্মীসভা করে আমরা এই ইউনিটের সদস্যদের মধ্য থেকে অধিকতর যোগ্যদের নিয়েই একটা সাংগঠনিক কাঠামো গঠন করতে চাই।এসময় পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ  ৩ শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *