জুন ১৪, ২০২৫
Home » বরিশালে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
Screenshot_20250216-214627

‎মোঃ সজিব সরদার, ‎ক্রাইম রিপোর্টার

বরিশাল আনসার ও ভিডিপির ব্যবস্থাপনায় ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫ (৩য় ধাপ) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। রবিবার (১৬ফেব্রুয়ারী) নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর সদর, বরিশালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমার সভাপতিত্বে ও সদর উপজেলা প্রশিক্ষিকা ইফফাত আরা আফরোজ এর সঞ্চালনায়। ‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। আরো উপস্থিত ছিলেন নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খান প্রমুখ।

‎‎সমাপনী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। উপস্থিত কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। ‎প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে এবং নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, যৌতুক, নারী নির্যাতন, ছিনতাই-চাঁদাবাজীসহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং সন্ত্রাস ও জঙ্গি দমনে ভিডিপি সদস্যদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে প্রশিক্ষণ প্রদান করা হবে তা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে এবং নিজেদেরকে একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। উক্ত প্রশিক্ষণে বরিশাল সদর উপজেলার বাছাইকৃত ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *