

রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার
শ্যামনগরের আলোচিত ভন্ডপীর মিজানুর রহমান মিজান কে আজ মঙ্গলবার (১৮ই ফেব্রুঃ) সকালে আটক করে শ্যামনগর থানা পুলিশ। রাজধানী ঢাকা থেকে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের করেন সিদ্দিকুল ইসলাম নামে একজন ভুক্তভোগী। ভুক্তভোগী অভিযোগ করেন আল্লাহ সাথে কথা বলিয়ে তার সমস্যা সমাধান করে দিবেন বলে ৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন কথিত পীর মিজান। তাছাড়া ইতিপূর্বে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের অন্তাখালী গ্রামে কওমী মাদ্রাসাকে খানকা বানিয়ে শিরক- বেদায়াতী কর্মকাণ্ড পরিচালিত করতেন মিজান পীর।
সরাসরি আল্লাহর সাথে তার কথা হতো এমন দাবী করে সরল বিশ্বাসী মানুষকে ধোঁকা দিয়ে অর্থ হাতিয়ে নিতেন এমন অভিযোগ ভুক্তভোগীদের। ইতিপূর্বে তার বিরুদ্ধে ইসলাম বিরোধী কর্মকান্ডের অভিযোগের পাহাড় জমলে উপজেলা ওলামা-মাশায়েখ ১৪ই ফেব্রুয়ারী জুম্মার নামাজ শেষে তার খানকা অভিমুখে লংমার্চ করে। আজ কথিত পীর গ্রেফতারের খবরে শ্যামনগর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলছে।