মার্চ ২৩, ২০২৫
Home »  কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর আয়োজনে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত
1000075661

মো: আজগর আলী 

শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে কাঠপেন্সিল সাহিত্য সংসদ এর আয়োজনে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনব্যাপী তিনটি অধিবেশনে সারাদেশ থেকে দুই শতাধিক তরুণ লেখক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কবি আল মুজাহিদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান লেখক ও গবেষক মোহাম্মদ আবদুল মান্নান। ‘জুলাই গণ-অভ্যুত্থানে কবি-সাহিত্যিক-শিল্পীদের ভূমিকা’ শিরোনামে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন।
সেমিনার পর্বে বক্তব্য রাখেন-  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্যের প্রফেসর ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, কবি ও চিন্তক মুসা আল হাফিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব কবি হুসাইন আলমগীর, বাচিক শিল্পী ও সংগঠক মাহবুব মুকুল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ও সম্পাদক সীমান্ত আকরাম।অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা পর্বে কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসান-এর সভাপতিত্বে আলোচনা রাখেন কবি জাকির আবু জাফর, শিশুসাহিত্যিক মনসুর আজিজ
অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্য ৪জন তরুণ লেখককে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়।কবিতায় হাসনাইন ইকবাল, কথাসাহিত্যে সাব্বির জাদিদ, শিশুসাহিত্যে জনি হোসেন কাব্য এবং প্রবন্ধে নবাব আব্দুর রহিম-কে এ পুরস্কার প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, কবিদের সমাজ-রাষ্ট্রের মডেল হওয়ার চেষ্টা করতে হবে। তবে মনে রাখতে হবে পরামর্শ দিয়ে কবি বানানো যায় না। প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়। মাটি ও মানুষকে চিনতে হলে জসীমউদ্দীন, আল মাহমুদের মত হতে হবেl

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *