মার্চ ১৫, ২০২৫
Home » কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
1000080578

উজ্জ্বল হোসেন সংবাদদাতা 

মজলুম জননেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুষ্টিয়া শহরে স্মরণকালের সবচেয়ে বড় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার ৬ উপজেলার ৬৭ ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ এ মিছিলে অংশ গ্রহন করেন। মিছিল শেষে কুষ্টিয়া মজমপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ করেন জামায়াতের নেতাকর্মীরা।
 মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা নায়েবে আমির আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর অধ্যাপক বেলাল হুসাইন, জামায়াতের নেতা আফজাল হুসাইন, জামায়াতের শহর আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল ও সমাবেশে প্রায় ২০ হাজার জামায়াতের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *