মার্চ ১৫, ২০২৫
Home » কুষ্টিয়ায় দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০তম বর্ষপূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন 
1000080455

মোঃ উজ্জ্বল হোসেন, ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ তম বর্ষপূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। সত্যের সংগ্রামে নিবেদিত বস্তুনিষ্ঠ সংবাদপত্র দৈনিক সংগ্রাম পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সোমবার(১৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড, নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইসলামীর অধ্যাপক মাও,আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ,স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাশেদ খান। আলোচক হিসেবে ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড,আ,ছ,ম তরিকুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম।
জাতীয় মানবাধিকার পরিষদের মহাসচিব সিনিয়র সাংবাদিক আ,স ম মোস্তফা কামালের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রামের কুষ্টিয়া জেলা সংবাদদাতা খালিদ হাসান সিপাহীর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন
বিশিষ্ট লেখক,গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, শ্রমিক কল্যান ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন,কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী বাবু, দৈনিক সমকাল ও ডিবিসির প্রতিনিধি সাজ্জাদ রানা, জামায়াতের শহর নায়েবে আমীর আজমল হোসেন, শিবিরের শহর সভাপতি হাফেজ সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *