

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করে, এবং ডিভেল হান্টের বিশেষ অভিযানে আরো দুইজন কে আটক করে কাশিমপুর থানা পুলিশ। রবিবার(১৬ ফেব্রুয়ারী)রাত ১১.৫০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের পানিশাইল মোড় মৃধা বাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল হাওলাদার,শাহজালাল,রাসেল হাওলাদার ও ইউসুফ কারিকর এবং কাউসার মিয়াকে আটক করে পুলিশ।
এসময় তাদের কাছে থেকে একটি নীল রংয়ের পিকআপ ভ্যান,একটি লোহার ছুরি,একটি লোহা কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।এদিকে গাজীপুর কাশিমপুরে ডিভেল হান্টের অপারেশনে আরো দুই আসামিরা হলেন। মো: মোসলেম উদ্দিদ সহ সভাপতি,বঙ্গবন্ধু সংস্কৃতিক জোট, গাজীপুর মহানগর( ২) মোঃপিয়াস খান ২ নং ওয়ার্ড লস্কর চালা যুবলীগ।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল রাতে ডিভেল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুইজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে ডাকাতির প্রস্তুতিকালে আরো পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।