মার্চ ২৫, ২০২৫
Home » জগন্নাথপুরে মোবাইল মার্কেটে দুঃসাহসিক দোকান চুরি 
1000006021 (1)

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরে বৃহত্তর মোবাইল মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময়  মোবাইল মার্কেটের তিনটি দোকানে এই চুরি ঘটনা সংঘটিত হয়। মার্কেটে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, একজন চাদর দিয়ে আড়াল করে  দোকানের সামনে দাড়িয়ে থাকে এবং  মুখে মাস্ক পড়ে  দোকানের  তালা ভেঙ্গে প্রবেশ করে রাফি টেলিকমের দুটি ও এসএ টেলিকমের নগদ অর্থ সহ নতুন-পুরাতন মোবাইল নিয়ে যায়।
এব্যাপের রাফি টেলিকমের মালিক  কামরান আহমদ  বলেন, আমার দুটি দোকান থেকে নগদ ৬ লক্ষ টাকা ও নতুন-পুরাতন সবমিলিয়ে ৬৫টি লাখ টাকা মূল্যের মোবাইল চুরে নিয়ে গেছে। এস এ টেলিকমের মালিক সুহেল মিয়া বলেন, আমার দোকানের ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকা সহ প্রায়  ৫লাখ টাকা মূল্যের মোবাইল চুরে নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ  ইমতিয়াজ ভূইয়া বলেন, সিসিটিভির ফুটেজ গুলো  দেখেছি, আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *