মার্চ ১৬, ২০২৫
Home » পটুয়াখালীতে আনসার ভিডিপি জেলা সমাবেশ অনুষ্ঠিত
IMG-20250218-WA0012 (2)

‎মোঃ সজিব সরদার ‎ক্রাইম রিপোর্টার

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এবারের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পটুয়াখালী জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রু য়ারি) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী হল রুমে পটুয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল রানার সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা দেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর,বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান। পটুয়াখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস মেহেদী। পটুয়াখালী জেলা সহকারী পুলিশ সুপার, আরিফ মোহাম্মদ সাকুর। পায়রা বন্দর এর উপ-পরিচালক, লেঃ কমান্ডার ইরফানুল আল রিফাত।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট,মোঃ নাহিদ হাসান জনি।

‎আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জেলার প্রান্তিক পর্যায়ের আনসার ভিডিপি সদস্যবৃন্দ, বিভিন্ন পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ, সাধারন আনসার সদস্যসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা, পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে জেলা সমাবেশ অনুষ্ঠান উদ্ভোধন ঘোষনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক ও নিরাপত্তা মূলক কাজসহ যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার কল্যান, ধর্মীয় অনুশাসন বৃদ্ধিসহ সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ বাহিনীর ভূয়সি প্রশংসা করেন। ‎অনুষ্ঠান শেষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেলসহ অন্যান্য পুরুস্কার বিতারণ করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *