মার্চ ২১, ২০২৫
Home » ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় চালক আহত দুমড়ে মুচড়ে ধানক্ষেতে প্রাইভেট কার
n012457

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ,সিলেট

ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কারের চালক আহত। কারটি উড়ে গিয়ে প্রায় ৫০ফুট দুরে ধানক্ষেতে পড়ে দুমড়ে মুচড়ে গেলেও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে গুরুতর আহত চালককে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে হজরত শাহমালুম (রঃ) মাজার সড়কের রেলক্রসিং এ। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢোকার পূর্বে রেলক্রসিং আঁটকে থাকা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ-সময় কারটি প্রায় ৫০ ফুট উড়ে গিয়ে ধান ক্ষেতে গিয়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়। আহত চালক হোসেন আহমদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা আরো জানান, বিয়ের বরকে আনতে প্রাইভেট কারটি রেললাইনের পাশের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রেনটি কুশিয়ারা নদী পার হয়ে দ্রুত গতিতে নামছিল, কিন্তু ট্রেন দেখেও চালক রেলক্রসিং অতিক্রম করতে যাচ্ছিল, রেললাইনে ওঠামাত্র কারের স্টার্ট বন্ধ হয়ে যায়। এসময় চালকের কানে হেডফোন ছিল বলেও উদ্ধারকারী স্থানীয়রা জানান।b আহত চালক হোসেন আহমদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ গ্রামের আওলাদ হোসেনের পুত্র। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ব্যাপারে ওসি মনিরুজ্জামান খান জানান, দূর্ঘটনা ঘটেছে এবং একজন চালক আহত হয়েছেন এই মর্মে জিডি এন্ট্রি করা হয়েছে এবং গাড়ির মালিককে গাড়ি সমঝিয়ে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই রেলক্রসিং এ গেইট না থাকার বিভিন্ন সময় এমন দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন। ফেঞ্চুগঞ্জ বাজারের যানজট এড়াতে সম্প্রতি যানবাহন চলাচলে ব্যস্ত হয়ে পড়ে হজরত শাহ মালুম (রঃ) ও ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন সড়ক। রেলক্রসিং এ গেইট স্থাপনের দাবি দীর্ঘ কয়েক বছর থেকে ওঠলেও তাতে টনক নড়ছেনা রেলওয়ে কর্তৃপক্ষের। দূর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এই রেলক্রসিং এ গেইট স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *