

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ,সিলেট
স্থানীয়রা আরো জানান, বিয়ের বরকে আনতে প্রাইভেট কারটি রেললাইনের পাশের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রেনটি কুশিয়ারা নদী পার হয়ে দ্রুত গতিতে নামছিল, কিন্তু ট্রেন দেখেও চালক রেলক্রসিং অতিক্রম করতে যাচ্ছিল, রেললাইনে ওঠামাত্র কারের স্টার্ট বন্ধ হয়ে যায়। এসময় চালকের কানে হেডফোন ছিল বলেও উদ্ধারকারী স্থানীয়রা জানান।b আহত চালক হোসেন আহমদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ গ্রামের আওলাদ হোসেনের পুত্র। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ব্যাপারে ওসি মনিরুজ্জামান খান জানান, দূর্ঘটনা ঘটেছে এবং একজন চালক আহত হয়েছেন এই মর্মে জিডি এন্ট্রি করা হয়েছে এবং গাড়ির মালিককে গাড়ি সমঝিয়ে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই রেলক্রসিং এ গেইট না থাকার বিভিন্ন সময় এমন দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন। ফেঞ্চুগঞ্জ বাজারের যানজট এড়াতে সম্প্রতি যানবাহন চলাচলে ব্যস্ত হয়ে পড়ে হজরত শাহ মালুম (রঃ) ও ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন সড়ক। রেলক্রসিং এ গেইট স্থাপনের দাবি দীর্ঘ কয়েক বছর থেকে ওঠলেও তাতে টনক নড়ছেনা রেলওয়ে কর্তৃপক্ষের। দূর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এই রেলক্রসিং এ গেইট স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।