মার্চ ২১, ২০২৫
Home » বিএনপি সরকার গঠন করলে অনিয়ম-দূর্নীতিমুক্ত শান্তির বিশ্বনাথ বিনির্মানে কাজ করব 
17.02.25

বিশ্বনাথ, সিলেট প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি যারা করেছেন তারা ছিলেন উন্নয়ন বঞ্চিত। বিগত ১৭ বছর মানুষের কোন উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগের। তবুও বিএনপি প্রবাসী নেতৃবৃন্দের সহযোগীতায় বিভিন্ন রকমের সহযোগীতা নিয়ে মানুষের পাশে থেকেছে। আর উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনগণের সম্পদ লুটপাট করে অনিয়ম-দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তিনি আরোও বলেন, আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন ভোট প্রদান থেকে বঞ্চিত থাকা জনসাধারণ নিজেদের আমানতের মহামূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগীতা করবেন।

বিএনপি সরকার গঠন করলে আমরা অনিয়ম-দূর্নীতিমুক্ত শান্তির বিশ্বনাথ বিনির্মানে কাজ করব। তিনি সোমবার (১৭ ফেব্রæয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ সোসাইটি ইউকে’র উদ্যোগে ও ‘শাহ ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় উপজেলার ১৬০টি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রত্যেকটি পরিবারকে নগদ ১
হাজার টাকা করে প্রদান করা হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান ও পৌর যুবদলের সিনিয়র সদস্য ওয়াসিম উদ্দিনের যৌথ পরিচালনায়
অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইয়াসিন আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ। অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য্য, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, উপজেলা দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুুম আহমদ মারুফ, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত
আহবায়ক শামছুল ইসলাম, কাতার প্রবাসী জহির মিয়া, উপজেলা যুবদলের সদস্য সিহাব উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *