মার্চ ২১, ২০২৫
Home » বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিক মাসুমা ইসলাম আর নেই
FB_IMG_1739877349700 (2)

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে কর্মরত বেসরকারি  টেলিভিশন চ্যানেল এখন টিভি’র সাংবাদিক মাসুমা ইসলাম আর আমাদের মাঝে নেই। গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চারদিনের বেশি সময় ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মেয়ে মাসুমা ইসলাম রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক সম্পন্ন করেন। শিক্ষাজীবন থেকেই সাংবাদিকতা শুরু করে পরবর্তীতে ‘এখন টিভি’র রাজশাহী ব্যুরোতে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
২০২৩ সালের শেষের দিকে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং রাজশাহীতে স্বামীর সঙ্গে বসবাস করতেন। দুর্ঘটনার দিন, ১৪ ফেব্রুয়ারি, মাসুমা ও তার স্বামী কুমিল্লায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টো দিকে বাস থেকে নেমে সিএনজি অটোরিকশা ঠিক করার সময় একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে সিএনজি চালক, মাসুমা এবং তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়, যেখানে আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
এখন টিভি’র রাজশাহী ব্যুরোপ্রধান রাকিবুল হাসান রাজিব জানান, মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়া হবে, যেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মাসুমা ইসলাম তার কর্মজীবনে কঠোর পরিশ্রমী ও বিনয়ী হিসেবে সহকর্মী ও পরিচিতদের মাঝে পরিচিত ছিলেন। তার অকালমৃত্যুতে রাজশাহীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *