মার্চ ২১, ২০২৫
Home » যশোর জেলা বিএনপির কাউন্সিল ২২ ফেব্রুয়ারি
Screenshot_2025-02-17-15-57-31-135_com.miui.gallery~2

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি 

অবশেষে এ মাসেই হচ্ছে কাউন্সিল। আগামী ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রিজভী জানান, কাউন্সিলের জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সূত্র জানায়, বাজারে শোনা যাচ্ছে জেলা বিএনপির সভাপতি হচ্ছেন জননেতা তরিকুল ইসলামের সহধর্মিনী নার্গিস ইসলাম আর সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ সাবেরুল হক। এর বাইরে গোলাম রেজা দুলু, দেলোয়ার হোসেন খোকন শীর্ষ পদের পাঁচোকবেন। এমন ভাবেই কমিটির আকার নির্ধারণ করা হচ্ছে। যদিও কাউন্সিল ও ভোটে সব চূড়ান্ত হবে। কিন্ত ফরম্যাট ওই।
১০ জন সাংগঠনিক সম্পাদক প্রাথী। এদের মধ্যে আছেন, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি রবিউল ইসলাম, ইবাদত খানও। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহাক। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস এম রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল। নির্বাচন কমিশন নির্বিঘ্নে কাউন্সিল সম্পন্ন করতে আশাবাদ ব্যাক্ত করেছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *