

নুর ইসলাম নোবেল, রংপুর ব্যুরো প্রধান:
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রথমদিন অবস্থান কর্মসূচী তিস্তা রেলসেতু (দক্ষিণে)পালন করা হয়েছে। কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপি সভাপতি মোস্তফা জামাল হায়দার,বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি,সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রওশন আরা রত্না,জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, সোহেল রানা প্রমূখ। বক্তারা বলেন অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়ন করার দাবী জানান। দাবী না হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলে দাবী আদায় করা হবে।