

মো:আজগর আলী, ফটিকছড়ি চট্টগ্রাম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানার আওতাধীন লেলাং ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলালের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবু জাফরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা উপদেষ্টা মাওলানা ইউছুফ বিন সিরাজ।
এতে আরো বক্তব্য রাখেন থানা শ্রমিক কল্যাণের কোষাধ্যক্ষ রিপন আলী, থানা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরী, থানা আইন সম্পাদক এডভোকেট নজরুল, পাইন্দং সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সেলিম উদ্দিন, মাসুদুল করিম, আমান উল্লাহ প্রমুখ। এতে ২০২৫/২০২৬ সেশনের জন্য শ্রমিক নেতা সেলিম উদ্দিনকে সভাপতি এবং মাসুদুল করিমকে সেক্রেটারি ঘোষণা করে লেলাং ইউনিয়নের পরিপূর্ণ কমিটি ঘোষণা করা হয়।