জুন ১৬, ২০২৫
Home » শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করলেন উপদেষ্টা

মালিকুজ্জামান কাকা 

এতদিন মূর্খ বা লেখাপড়া না জানা মানুষ খবরদারি করতেন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে। এবার ওদের দিন হলো শেষ। সামাজিক গণ্য মান্যরা বললেন আহা বেশ বেশ। ম্যানেজিং কমিটি নিয়ে সু বাতাস বইছে শিক্ষা খাতে। এজন্য জনতা সংশ্লিষ্ট উপদেষ্টা কে স্যালুট জানিয়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস, আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে।
এ সময় পাঠ্যবই বিতরণ বিষয়েও নির্দেশনা দেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগে বই বিতরণ করা হবে। কোনো প্রতিষ্ঠানের নাম, ভবন বা স্থাপনা উপদেষ্টাদের নামে না করার জন্যও ডিসিদের প্রতি নির্দেশনা দেন তিনি। শিক্ষকদের অবসর ভাতা বিষয়ে তিনি জানান, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতার চেষ্টা করা হচ্ছে। যেন এক বছরের বাজেটের ওপর চাপ না পড়ে।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে। তাই শুধু অবকাঠামোতে নয়, মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত গুরুত্ব পাবে বলেও জানান তিনি। বিভিন্ন ম্যানেজিং কমিটি সম্পর্কে খোঁজ খবর নিতেই জানা গেল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে এমন অনেকেই আছেন যারা টু বা তার উপর আর দু এক ক্লাস পাস।  অনেকে আবার একাধিক মামলার আসামী। চায়ের দোকানে গলা খাকিয়ে কেউ কেউ বললেন ওইসব লোক যদি শিক্ষা প্রতিষ্ঠান চালায় তবে বুঝতে হবে লেখাপড়া হলো শেষ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *