
Oplus_131072

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঝিনাইগাতী থানা, শেরপুর এর আয়োজনে ‘‘বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটি এলাকায় আয়োজিত এক সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো: আল—আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্ধসঢ়;স) মো: শাহ্ধসঢ়; শিবলী সাদিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব
শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল মান্নান, মো: লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমির মো: নুর ইসলাম, হেফাজতে ইসলামের শেরপুর জেলা আমির মুফতি খালিছুর রহমান, ইউ পি চেয়ারম্যান মো: আতাউর রহমান, মো: রোকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট এসকে সাত্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের সংগঠক লুৎফর রহমান রাজু, ঝিনাইগাতী বনিক সমিতির কোষাধ্যক্ষ মো: জাহিদুল হক মনির প্রমুখ। সভায় বক্তরা সন্ত্রাস, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে ঝিনাইগাতী থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, কাজী, ব্যবসায়ী ও মিডিয়া প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।