
Oplus_131072

মো: কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর যৌথ আয়োজনে আজ সোমবার (১৭ ফেব্রয়ারী) “তথ্য শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই স্লোগানকে সামনে রেখে শহ রের স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। এ উপলক্ষে সচেতন নাগরিক কমিটির সদস্য অধ্যাপক এনায়েত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌফিক আহমেদ, টিআইবির ক্লাষ্টার কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, সনাক সদস্য মশিউর রহমান প্রমুখ। দু’দিনব্যাপী এ আয়োজনে সরকারের বিভিন্ন দপ্তরের অংশগ্রহনে গণশুনানী, দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, উক্ত তথ্য মেলায় সরকারি ২২টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বেসরকারী ৭টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে।